How many SIM cards can I register under my name OR NID? SIM Card Registration Check 2022


 আমাদে আজকের পোস্টের আলচ্য বিষয় হলো একটি NID দিয়ে কয়টি বাংলাদেশি সিম রেজিস্ট্রেশন করা আছে । আপনি কি কোনো মোবাইলের দোকান বা এজেন্ট কিংবা কোন কাস্টমার কেয়ারে না গিয়ে একটি সিম কার্ড নিবন্ধন পরীক্ষা করতে চান ? যদি হ্যাঁ, তাহলে আপনি সঠিক জায়গায় ভিজিট করেছেন। এই পোস্টে, আমি অনলাইনে বাংলাদেশীদের সিম নিবন্ধন চেক সংক্রান্ত কিছু দরকারী তথ্য শেয়ার করছি।


প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য সিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের প্রত্তেকের এটা জানা জরুরী যে, একটি NID দিয়ে কয়টি সিম ক্রয় করতে পারবো। তো চলুন কথা না বারিয়ে শুরু করি কিভাবে চেক করা যায় কয়টি সিম আপনার নামে নিবন্ধন করতে পারবেন-

How many SIM cards can I register under my name OR NID?

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন এর আইন মতে একজন মানুষ তার নিজ নামে সর্বচ্চ ১৫টি সিম তার জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।



আমাদের সিম কার্ডটি কোন আইডি দিয়ে নিবন্ধিত হয়েছে তা কিভাবে জানবো?

আমাদের সিম কার্ডটি কোন আইডি দিয়ে নিবন্ধিত হয়েছে তা দেখতে আমরা একটি গোপন এসএমএস কোড ব্যবহার করতে পারি। কোডটি হলো- *16001# তো চলুন দেখি কিভাবে কোডটি ব্যবহার করতে হবে?

👉 প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন  *16001# 

👉 এরপর একটি ম্যাসেজ আপনার মোবাইল স্কিনে দেখাবে সেখানে আপনার NID কার্ডের শেষ ৪ (চার) টি সংখ্যা টাইপ করে সেন্ড করুন। এরপর ফিরতি ম্যাসেজে আপনি দেখতে পাবেন কয়টি সিম (নাম্বার সহ) আপনার নামে বা আপনার NID দিয়ে রেজিস্ট্রেশন করা আছে।

আমার সিমটি রেজিস্ট্রেশন করা আছেকিনা তা কিভাবে বুঝবো?

আপনার সিমকার্ডটি রেজিস্ট্রেশন করা কিনা তা জানতে নিচের কোড গুলো ডায়াল করতে হবে। 





Post a Comment

Previous Post Next Post